ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফখরকে থামানোর যে পরিকল্পনা ভারতের  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০১, ২৭ জুলাই ২০১৮

পাকিস্তানি ওপেনার ফখর জামান ফর্মে তুঙ্গে রয়েছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে হাঁকিয়েছেন ডাবল সেঞ্চুরি। সিরিজে জিম্বাবুয়ের পরিণতি কী হয়েছে তা সহজেই অনুমেয়। এদিকে ইংল্যান্ড সফরে গেছে ভারতীয় দল। ওই সফর শেষ হওয়ার কিছু সময় পর সেপ্টেম্বরে দুবাইয়ে বসছে এশিয়া কাপের আসর। যেখানে দেখা যাবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের দ্বৈরথ। যে লড়াইয়ে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন পাকিস্তানের এই ওপেনার।  

কীভাবে থামানো যেতে পারে ফখরকে? ভারতীয় বোলারদের জন্য ফখরকে থামানোর ফর্মুলা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে হাসি বলেছেন, `ফখরের বিপক্ষে বল করার জন্য একটা নির্দিষ্ট পরিকল্পনায় চলতে হবে ভারতকে। লাইন-লেংথ ঠিক রাখতে হবে। আলগা বল দিলে চলবে না। তা ছাড়া ফখরের ওপর ক্রমাগত চাপ তৈরি করতে হবে ডট বল করে। তাহলে সে বড় শট খেলার চেষ্টা করবে। যে শটে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে।`

ফখরকে আউট করার আরও একটি উপায় বলেছেন হাসি, `আমার মনে হয়, বলের গতি বদল করে ফখরকে সমস্যায় ফেলা যাবে। সে খুব জোরে শট মারতে ভালোবাসে। তাই একটু গতির পরিবর্তন করে, একটু বলের গতি কমালে ও ভুল শট খেলতে পারে। আর তখনই ক্যাচ উঠবে।`

ফখর জামানকে নিয়ে ভারতের চিন্তিত হওয়ার কারণ আছে। এই ফখরই গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেঞ্চুরি করে ভারতকে হারিয়ে দিয়েছিলেন। তামিলনাড়ু প্রিমিয়ার লিগে ধারাভাষ্য দিতে ভারতে এসেছেন হাসি। ফখর সম্পর্কে হাসি বলেছেন, `ফখর দারুণ আক্রমণাত্মক। দ্রুত রান করতে চায়। ভয় পায় না। ওকে বল করা খুব কঠিন। কারণ বোলার সামান্য ভুল করলেই ফখর তার ফায়দা তুলবে। দারুণ ফর্মে আছে সে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওই সেঞ্চুরি কেউ ভুলতে পারবে?`

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি